1 |
কৃষকদের মাঝে ‘নূর-৭ (সেভেন)’ জাতের ধানের বীজ বিতরণ।
১২ নভেম্বর ২০২১
অতিথি :
১। উৎপল কৃষ্ণ রায়, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান
বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
২। মোহাম্মদ আবদুর রহমান, উপজেলা একাডেমিক সুপার
ভাইজার, গোদাগাড়ী, রাজশাহী।
৩। নূর জাহান বেগম, সহকারী শিক্ষক, শেখ রাসেল মডেল স্কুল,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৪। নূর মোহাম্মদ, কৃষক পর্যায়ের ধান গবেষক, তানোর,
রাজশাহী।
|
|
2 |
পিঠা মেলা/ উৎসব
গ্রামীণ সংস্কৃতি ও অর্থনীতি উজ্জিবিত করার লক্ষে
তারিখ : ২৫ ডিসেম্বর-২০২১, শনিবার
অতিথি-
মো. আবু বক্কার সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মান্দা, নওগাঁ।
প্রফেসর ড. মনজুর হোসেন, চেয়ারম্যান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রফেসর ড. নাসিমা ইয়াসমিন চৌধুরী, ভূতপূর্ব বিভাগীয় প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
নাদিয়া মনজুর, সহযোগী অধ্যাপক, স্থাপত্য বিদ্যা, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
আবুল কালাম মোহাম্মদ আজাদ, উপাধ্যক্ষ, ডাকরা ডিগ্রী কলেজ, চারঘাট, রাজশাহী।
নূর মোহাম্মদ, পর্যায়ের ‘ধান’ বিজ্ঞানী, তানোর, রাজশাহী।
|
|
3 |
“কক্সবাজার-রাজশাহী-নঁওগা ও কলীগ্রাম এলাকার চাষীদের কৃষিবিষয়ক মুক্ত আলোচনা সভা”
১৩.০৩.২০২১
কক্সবাজার থেকে আগতঅথিতি কৃষক বৃন্দ
⦁ মোঃ রহিমউল্লাহ
⦁ মোঃ শাহীনজাহান চেীধুরী
⦁ মোঃ আশেকইলাহী
⦁ মোঃ রমজানআলী
⦁ মোঃ শাহবুদ্দিন
|
|
4 |
পরিযায়ীপাখি ও বন্যপ্রাণি বিষয়ক জনসচেতনতামূলক সভা
১৪.০৩.২০২১
অতিথি
এ. এস.এম.জহির উদ্দিন আকন - পরিচালক, বন্যপ্রাণি অপরাধ দমন বিভাগ
⦁ আব্দুল্লাহ আস সাদিক - বন্যপ্রাণি পরিদর্শক, ঢাকা
⦁ মামুন-উল-হাসান - পরিচালক, সমাজ উন্নয়ন সংস্থা, বগুড়া
⦁ নূসরাত হাসান - পরিবেশকর্মী, নওগাঁ
⦁ মেহেদী হাসান - পরিবেশকর্মী, নওগাঁ
⦁ তাহমিদ আরিফ - পরিবেশকর্মী, নওগাঁ
|
|
5 |
"বিশ্ব ডিম দিবস উদ্যাপন"
৮ অক্টোবর ২০২১, শুক্রবার
অতিথি : মোসা. হাসিনা বেগম
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মান্দা, নওগাঁ।
মো. আলমগীর জিলানী শাহ্
কৃষক, কালীগ্রাম, মান্দা, নওগঁ
|
|
6 |
"বাদামী গাছ ফড়িং দমনে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থা গ্রহণে কৃষক সমাবেশ"
১৫ অক্টোবর ২০২১, শুক্রবার
অতিথি : ড. ফজলুল ইসলাম
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান, ব্রি, রাজশাহী।
ড. হারুন অর রশিদ
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি, রাজশাহী।
|
|
7 |
"কৃষি ও কৃষকের সংস্কৃতি সংরক্ষণে গবেষক এবং প্রান্তিক চাষীদের মতবিনিময় সভা"
২৯ অক্টোবর ২০২১, শুক্রবার
অতিথি : প্রফেসর ড. মো. আখতার হোসেন চৌধুরী
কৃষি রসায়ন বিভাগ ও পরিচালক, কৃষি মিউজিয়াম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,
ময়মনসিংহ।
কৃষিবিদ মনির উদ্দিন আহমেদ
সহকারী পরিচালক, কৃষি মিউজিয়াম, বাকৃবি, ময়মনসিংহ।
রতন কুমার ফনি
শিক্ষক (অব.), কালীগ্রাম, মান্দা, নওগাঁ।
মুহাম্মদ তাইজুল ইসলাম
উপকরণ সংগ্রহক, বাকৃবি, ময়মনসিংহ।
মো. সোহেল রানা
উপকরণ সংগ্রহক, বাকৃবি, ময়মনসিংহ।
|
|
8 |
প্রতিবন্ধীদের মাঝে মশারী বিতরণ (এলাকার ২৮ জন প্রতিবন্ধী)
১২.০৫.২০২১, বুধবার
অতিথি
গোলাম সাকলাইন শাহ্, প্রভাষক, উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ, মান্দা, নওগাঁ।
আবু এহিয়া সরকার, নির্বাহী সদস্য, শাহ্ কৃষিতথ্য পাঠাগারের।
মোছাঃ জ্যোৎস্না খানম, নির্বাহী সদস্য, শাহ্ কৃষিতথ্য পাঠাগার।
মাহবুব আলম, নির্বাহী সদস্য, শাহ্ কৃষিতথ্য পাঠাগার।
|
|
9 |
স্বাস্থ্যসেবা ক্যাম্প ও কৃষি কবিতার আসর
২৬.০৫.২০২১, বুধবার
অতিথি
ডা. মশিদুর রহমান, হাড়-জোড় বিশেষজ্ঞ, রামেক।
ডা. ইউসুফ আলী, বিভাগীয় প্রধান, চক্ষু, রামেক।
ডা. সুব্রত কুমার, নাক-কান-গলা বিশেষজ্ঞ, রামেক।
ডা. জামিল রায়হান, সহযোগী অধ্যাপক, এনায়থলজী, রামেক।
ডা. মিলন, সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজী, রামেক।
ডা. নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, মেডিসিন, রামেক।
ডা. শরীফ চৌধুরী, সহকারী অধ্যাপক, রেডিওলোজী, রামেক।
প্রফেসর ড. পি.কে মতিউর রহমান, আইএসআরটি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রফেসর ড. সেলিম রেজা, মার্কেটিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মো. মতিউর রহমান, সিনিয়র ফ্যাকাল্টি, রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ।
|
|
10 |
মানসিক রোগ কি এবং কেন? মুক্তির উপায় বিষয়ক কর্মশালা
২৭.০৫.২০২১, বৃহস্পতিবার
অতিথি
অধ্যাপক ডা. মামুন হুসাইন, মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক।
মাহবুব সিদ্দিকা, লেখক ও গবেষক, হেরিটেজ, রাজশাহী।
অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান, ফোকলর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক আতাউর রহমান রাজু, নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
উদয় শঙ্কর বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ফোকলর, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলাম ইতিহাস, তাহেরপুর ডিগ্রি কলেজ রাজশাহী।
আব্দুস সবুর, সহকারী অধ্যাপক বাংলা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ।
সৈকত আরেফিন, সহযোগী অধ্যাপক, বাংলা, রাজশাহী কলেজ রাজশাহী।
রাশেদ সুখেন, সহযোগী অধ্যাপক, চারুকলা বিভাগ, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
|
|
11 |
গ্রাম্য ডাক্তারদের মাঝে করোনা চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
০৮.০৭.২০২১, শুক্রবার
৫০ জন গ্রাম্য ডাক্তারকে নিয়ে করোনার ভয়াবহতা থেকে মানুষকে নিরাপদ রাখার লক্ষ্যে এ আয়োজন। গ্রাম্য ডাক্তারগণ কি চিকিৎসা দেবেন এবং কোন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে মেডিকেলে পাঠাবেন, প্রভৃতি বিষয় নিয়ে আজকের এ কর্মশালা।
অতিথি
ডা. মঈন উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক (অব.), রক্ত রোগ বিশেষজ্ঞ, রামেক।
ডা. শাহ মো. বদরুদ্দোজা, অধ্যাপক, প্যাথলজি (অব.), রামেক।
ডা. আসাদুজ্জামান, সম্পাদক, পল্লী চিকিৎসক সমিতি, দেলুয়াবাড়ি, মান্দা, নওগাঁ।
ডা. চিত্ত রন্জন সরকার, সভাপতি, পল্লী চিকিৎসক সমিতি, দেলুয়াবাড়ি, মান্দা, নওগাঁ।
আব্দুর রহিম, সমাজ উন্নয়ন কর্মী, নড়িয়াল, তানোর, রাজশাহী।
প্রসাদ কুমার ফনি, শিক্ষাবিদ, কালীগ্রাম, মান্দা, নওগাঁ।
|
|
12 |
গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধি, প্রকৃতি ও পরিবেশ উন্নয়নে রাস্তার ধারে ফুলের গাছ রোপন কর্মসূচি
১২.০৮.২০২১, বুধবার
অতিথি
মো. রফিকুল ইসলাম বিশ্বাস, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, কালীগ্রাম, মান্দা, নওগাঁ।
প্রসাদ কুমার ফনি, শিক্ষাবিদ, কালীগ্রাম।
চন্দন কুমার মৈত্রী, সমাজ সেবক কালীগ্রাম।
আবু এহিয়া সরকার, সমাজ সেবক, কালীগ্রাম।
মো. ফিরোজ আলী মিয়া, প্রভাষক, উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ, মান্দা, নওগাঁ।
এছাড়া আরো উপস্থিত ছিলেনÑ সোয়াইল শান্ত, সাদেকুল ইসলাম, মাহবুব ধলু, হযরত আলী, সবুজ, সেজান, শামীম, আব্দুল লতিফ, সুকল হেমরম, গোলাম রাব্বানী ও মিসুক প্রমুখ।
|
|
13 |
বুদুম জাতের বাঁশের চারা বিতরণ
২০.০৮.২০২১, শুক্রবার
বিজ্ঞানীদের জ্ঞানকে কাজে লাগিয়ে বাঁশের প্রতিটি গিরা দিয়ে চারা তৈরি করে ২৫ জন কৃষকের মাঝে বাঁশের চারা বিনামূল্যে বিতরণ)
অতিথি
মো. জিল্লুর রহমান, সাংবাদিক, মান্দা প্রেস ক্লাব, নওগাঁ।
মো. আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, নেয়ামতপুর, নওগাঁ।
মো. অহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মান্দা, নওগাঁ।
|
|