Facilities

প্রদত্ত সুবিধা

এখানে কৃষক উপযোগী চাষ ভিত্তিক প্রচুর বাংলা বই রয়েছে। পাঠকদের সুবিধার্থে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। ‘জমিরুদ্দিন শাহ্ পাঠকক্ষ’ রয়েছে। এখানে বসে পাঠকরা বই পড়ার সুযোগ পান।

  •     পাঠগার চত্ব¡রে দেশি-বিদেশী গবেষকগণের বিনা পয়সায় থাকার ব্যবস্থা রয়েছে।
  •     কৃষির মাঠ ফসল, প্রাণি, মৎস্য, বনায়ন. মৃত্তিকা, জীববৈচিত্র্য, পরিবেশ, আবহাওয়া, স্বাস্থ্য শিক্ষাসহ কৃষক এবং গবেষকগণের প্রয়োজনীয় নানান ‘তথ্য’ পাঠাগার থেকে পাওয়ার সুযোগ রয়েছে।
  •     এখানে ডিজিটাল কর্নার রয়েছে। যেখানে চাষিদের উপযোগী ভিডিও, সিডি, কম্পিউটার, ইন্টারনেট ও মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে। চাষিরা নিয়মিত সভাকক্ষে বসে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় চাষবাসের নতুন নতুন জাত ও প্রযুক্তি প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পারেন।
  •     জাদুঘর অংশে ‘প্রফেসর ড. পি কে মতিউর রহমান’ নামে একটি সভা কক্ষ রয়েছে। আধুনিক ডিজিটাল সুযোগ সুবিধাসহ সভাকক্ষে একত্রে সর্বোচ্চ ৬০ জন পর্যন্ত বসার সুযোগ রয়েছে।
  •     পাঠাগার ও জাদুঘর চত্বরে দুইশত প্রজাতির অধিক ঔষধি গাছ রয়েছে। যা শুধুমাত্র প্রয়োজনীয় ব্যক্তিদের চিকিৎসা ও গবেষকগণের গবেষণাকাজে ব্যবহার হয়। এতে কোনো অর্থ দিতে হয় না ।