About Us

About Us

Shah Agriculture Information Library and museum

আমি মো. জাহাঙ্গীর আলম শাহ্। একবারে নিভৃত পল্লিতে কৃষকের ঘরে জন্মগ্রহণ করি। জন্মের পর থেকেই কৃষি ও কৃষকের চাষ-বাস এবং প্রান্তিক চাষীদের জীবন ব্যবস্থার অতীব করুণ ও রুগ্নচিত্র দেখেছি খুব কাছ থেকে। শিশুকাল থেকেই কৃষির প্রতি অনুরাগী ছিলাম। পাশাপাশি কৃষি শিক্ষার ভাণ্ডারের অভাব আমার জীবনকে দারুণভাবে স্পর্শ করতো। মূলত সে কারণেই কৃষি কাঠামোর দ্রুত পরিবর্তনে কৃষক উপযোগী পাঠাগার ও জাদুঘর প্রতিষ্ঠা করি। ২০০৮ খ্রিস্টাব্দে কৃষিতথ্য পাঠাগার ও জাদুঘর কার্যক্রম শুরু করে এজাবতকাল নানা আয়োজনের মাধ্যমে কৃষি শিক্ষা এবং পরিবেশ উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। বর্তমানে কৃষক, গবেষক, পাঠক, শিক্ষক-শিক্ষার্থী, দর্শনার্থী পরিদর্শনে এসে কৃষি বিষয়ক সম্যক জ্ঞান অর্জন করেন। ফলে এ প্রতিষ্ঠান কৃষির ‘বাতিঘর’ হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। পাঠাগারটি বাংলাদেশের কৃষির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুসন্ধানী নান্দনিক প্রতিষ্ঠান হিসেবেও কাজ করছে। এছাড়া প্রতিষ্ঠানটির কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবন ও জীবিকার উন্নতিতে এরই মধ্যে দারুণ প্রভাব প্রতিফলিত হয়েছে। যা টেকসই উন্নয়ন ও অভিষ্ট লক্ষ্য অর্জনে সহায়ক। বর্তমানে দেশি-বিদেশি দর্শনার্থী এবং গবেষকগণ এ প্রতিষ্ঠানের সাথে নানা মাত্রায় যুক্ত। উল্লেখ্য, যা কিছু নিয়ে কৃষি, সবকিছুর ছোঁয়া এখানে পাবেন। জ্ঞানার্জনের আধুনিকতায় ভরা দারুণ কৌতুহলী ও ব্যতিক্রমী এ প্রতিষ্ঠান। ভাব ও জ্ঞান বিনিময়ের নিমিত্তে আপনাদের এ প্রতিষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে জিয়াফত দিচ্ছি।

about