Aims And Objectives

  • Home
  • Aims And Objectives

লক্ষ্য ও উদ্দেশ্য

  •  নিরাপদ ও সুষম ফসল উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করা।
  • কৃষি ভিত্তিক জ্ঞানের সীমাবদ্ধতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
  • কৃষক পরিবারের শিক্ষা, চিকিৎসা ও চাষবাসে সেবা দেয়া।
  •  স্থানীয় কৃষিবৈচিত্র্য সংরক্ষণ ও চর্চার পাশাপাশি অধিক ফলনশীল নতুন নতুন ফসলের জাত এবং প্রযুক্তি বিষয়ে কৃষকদের তড়িৎ অবহিতকরণ ও প্রসার।
  • ‘একটি বাড়ি একটি খামার ও প্রসার’ প্রকল্পসহ সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে চাষিদের যুক্ত করা।
  •  কৃষির সাথে সংশ্লিষ্ট সবার বই পড়ার বিষয়ে আগ্রহ সৃষ্টি ও পরিপূরক জ্ঞানের উপাদান যোগান দেয়া। সোনার বাংলার আবহমানকালের কৃষি বই, কৃষি যন্ত্রপাতি, শিকারী হাতিয়ার ইত্যাদি জনসাধারণের মনের ও জ্ঞানের খোরাক যোগানোর লক্ষ্যে কৃষক উপযোগী পাঠাগার ও জাদুঘর প্রতিষ্ঠা এবং প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ।
  • কৃষির সকল শাখার বিজ্ঞানী ও মাঠপর্যায়ের কৃষকের জ্ঞানকে সমন্বয় ঘটিয়ে সার্বিকভাবে উন্নয়ন ঘটানো।
  •  নিরাপদ তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে কৃষিতথ্য ও জ্ঞানের প্রসার ঘটানো।